Thursday, May 5, 2016

ঢাকার পাবলিক টয়লেট এখন দোকান।


যেহেতু নগরবাসির এখন আর মলত্যাগের জন্য টয়লেটের দরকার হয় না। তাই পাবলিক টয়লেট এখন দোকান। শাহবাগ শিশু পার্কের কাছে ফুটওভার ব্রিজের নিচের এই টয়লেটটি বর্তমানে দোকান হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
হে নগরবাসী কি বুঝিলে?
সারা ঢাকার রাস্তা ঘাটই এখন তোমাদের টয়লেট।

No comments:

Post a Comment