বরাবর
মহাপরিচালক
পরিবেশ অধিদপ্তর
আগারগাঁও, ঢাকা।
বিষয়: রাজধানীর ধানমন্ডিস্থ রায়েরবার পালপাড়া/পটার পুকুর ভরাট প্রসঙ্গে।
জনাব
শুভেচ্ছা নিবেন। রাজধানী ক্রমেই পুকুর শূণ্য হয়ে পড়ছে। এমতবস্থায় যে কয়টি
পুকুর আছে তা আমাদের জন্য আর্শিবাদ। এই পুকুরগুলো যথাযথ সংরক্ষণ করার মাধ্যমে
পরিবেশ রক্ষার পাশাপাশি নগরবাসীর পানির চাহিদা পুরণে গুরুত্বপূণ ভূমিকা রাখবে।
রায়েরবাজার, শের-ই-বাংলা রোডে পটার পুকুরটি ভরটার চলছে।
পরিবেশ রক্ষা, ঢাকা মহানগরী ভবিষ্যৎ পানির চাহিদা পূরণে এবং মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ বাস্তবায়নের লক্ষ্যে এই পুকুরটি ভরাট বন্ধে
দ্রুত ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি।
ধন্যবাদসহ
সৈয়দ সাইফুল আলম
বাসা: ৫৮/১, সড়ক: ১ম লেন কলাবাগান
ধানমন্ডি, ঢাকা
সংযুক্তি :
১. রায়েরবার পালপাড়া/পটার পুকুরের ভরাটের ছবি
No comments:
Post a Comment