রাজধানীতে অনেকেই খানিক সময়ের জন্য হলেও পুকুরে ডুবতে চান। কিন্তু সময়
সল্পতা আর পুকুর শূণ্যতা নিয়ে যারা ভাবেন কোথায় ডুব দিবেন। তাদের জন্য এই
দুটি পুকুরের ছবি। আগারগাঁ ইসলামিক ফাউন্ডেশনের রাস্তাটা দিয়ে সোজাঁ
উত্তরের যান। পুকুরগুলো পাবেন। তারপর মন মত ডুব দিন। বিনামূল্যে এই পুকুরে
ডুব দেওয়া যায়। আসার পথে অপ্রয়োজনে শাপলা ছিড়ে আনার অভ্যাস পরিত্যাগ করুন।
শুভ ডুবাডুবি। এই গরমে রাজধানীর আশে পাশে ৪০খানা পুকুরের জলে দেহ ভাসিয়েছি। আপনার আশে পাশে পুকুর থাকলে আমাকে দাওয়াত দিন।
No comments:
Post a Comment