সাদা কালো কিংবা রঙ্গিন সবই সম্ভব এই স্কুলে। গাদা গাদা বই কিংবা সারি সারি পরীক্ষার ঝামেলা নেই। চাইলেই দৌড়ে স্কুল পালানো যায়। একটু জোরে দৌড়ালে সবুজ মাঠ। মাঠ পাড়ি দিয়ে জলে লাফিয়ে পড়লে কার সাধ্য আছে শৈশবকে ধমিয়ে রাখার।
এই রকম স্কুল থেকে যে মেধাবীরা এ শহরে আসে না তা নয়। শহরের বড় বড় স্কুল পড়া বড় মানুষগুলো সাথে তাল মিলিয়ে কাজ করা অসংখ্য মানুষ আসে এই স্কুল থেকে।
এ স্কুলে শৈশব হত্যা করা হয়নি। হয়তবা চার বছর বয়সে এখানে A তে আপেল শিখানো হয় না। ৭ বছর বয়সে কম্পিউটার নামক যন্ত্রটা দিয়ে বোমা মেরে শহর গুড়িয়ে দেবার খেলায় পরদর্শী হওয়া যায় না।
কিন্তু এখানে ৪বছর বয়সে গ্রামের প্রতিটি বাড়ি চেনা, বাজার থেকে একা একা বাড়ি আসা, বাড়ির পাগলা গরুটাকে নিয়ন্ত্রণ করা। ৭ বছর বয়সে নৌকা চালিয়ে বিলের মাঝখান থেকে শাপলা/শালুক আনা, বাজারে দুধ/সবজি বিক্রি করা, জমিতে মই দেওয়া, পাড়ার সকল গাছ নিয়ন্ত্রণে আসা সবই সম্ভব। এসব যোগ্যতা না হলেও অযোগ্যতা নয়।
No comments:
Post a Comment